ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এক মাসেও উদ্ধার হয়নি কলেজছাত্রী, পাচারের শঙ্কা পরিবারের 

এক মাসেও উদ্ধার হয়নি কলেজছাত্রী, পাচারের শঙ্কা পরিবারের 

ফাইল ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ১৬:১৯

অপহরণের এক মাসেও উদ্ধার হয়নি আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের এক ছাত্রী। অপহরণের সাত দিন পর থানায় মামলা হলেও পুলিশ তাকে উদ্ধার কিংবা অপহরণকারীদের গ্রেপ্তার করতে পারেনি। এ জন্য পুলিশের নির্লিপ্ততাকে দায়ী করেছে ছাত্রীর পরিবার।

ছাত্রীর বাবা শঙ্কা প্রকাশ করে বলেন, মেয়ে বেঁচে আছে নাকি পাচার হয়েছে, জানতে পারছি না। তদন্তকারী কর্মকর্তার ভূমিকাও দুঃখজনক। তাঁর ঢিলেঢালা ভাব মেয়েকে উদ্ধারে আন্তরিকতা নিয়ে প্রশ্ন জাগায়।

নসরতপুর ইউনিয়নের সাওইল বাজার এলাকার বাসিন্দা ও সান্তাহার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী গত ২ মে সকাল সাড়ে ৯টায় কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বাড়ি না ফেরায় স্বজনরা কলেজসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে জানতে পারেন সাওইল বাজারের সুতা ব্যবসায়ী বিনাহালি গ্রামের আব্দুল বারিকের ছেলে বিবাহিত ইসরাফিল হোসেন ও তার সহযোগীরা বেলা সোয়া ২টার দিকে সান্তাহার-ঢাকা রোড মোড় থেকে ছাত্রীটিকে জোর করে নওগাঁয় নিয়ে যায়।

এ ঘটনার সাত দিন পর গত ১০ মে ছাত্রীর বাবা বাদী হয়ে ইসরাফিল হোসেন, তার ভাই এনামুল হক, মাহমুদুল ও বাবা আব্দুল বারিককে আসামি করে অপহরণ মামলা করেন।

এ বিষয়ে কথা বলতে ইসরাফিল হোসেনের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল দিলে সেটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘আমরা আন্তরিকভাবে উদ্ধার অভিযান চালাচ্ছি। আশা করছি শিগগির তাকে উদ্ধার করা সম্ভব হবে।’

আরও পড়ুন

×