ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্যালট ছিঁড়ে ফেলায় হাজতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

ব্যালট ছিঁড়ে ফেলায় হাজতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

প্রতীকী ছবি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ২৩:০৪

ব্যালট পেপারে নিজ হাতে সিল মেরে ছিঁড়ে ফেলার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ৪ দিন কারাগারে থাকলেও ঘটনা জানাজানি হয় আজ শনিবার।

গত ৫ জুন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পাইকুড়া ইউনিয়নের বাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন বেজগাঁও গ্রামের বাসিন্দা আজিজুল হক।

জানা গেছে, নির্বাচনের দিন দুপুর ১টার দিকে কয়েকটি ব্যালট পেপারে নিজ হাতে উল্টাপাল্টা সিল মারতে থাকেন আজিজুল হক। আনসার সদস্য রিয়াদ হোসেন ঘটনাটি দেখে প্রতিবাদ করলে সহকারী প্রিসাইডিং কর্মকতা আজিজুল হক ব্যালট পেপারের বই থেকে ১৪টি পাতা ছিঁড়ে লুকিয়ে রাখেন। ঘটনাটি পুলিশের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। সত্যতা পেয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেন প্রিসাইডিং কর্মকর্তা মোছলেম উদ্দিন।

মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার উপপরিদর্শক জিয়াউল হক জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল হক কারাগারে রয়েছেন। গত ৫ জুন নির্বাচন চলাকালীনই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×