ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

লালমোহনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯

লালমোহনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯

ছবি- সমকাল

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১৯:৫৯

ভোলার লালমোহনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রোববার দুপুরে হাজি রশিদ আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, রোববার বেলা ২টার দিকে ভোটকেন্দ্রের বাইরে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমন ও জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে ৯ জনকে আহত করা হয়।

এর মধ্যে গুরুতর আহত মো. এমরানকে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহত এমরান চশমা প্রতীকের প্রার্থী আবুল হাসান রিমনের সমর্থক। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, সহিংসতাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে আবুল হাসান ও জাকির হোসেনকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।

প্রিসাইডিং কর্মকর্তা মো. সগির বলেন, কেন্দ্রের বাইরের ঘটনায় ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি। স্বাভাবিকভাবে ভোট দিয়েছে লোকজন। এ ছাড়া উত্তর মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

×