বিদ্যুৎস্পর্শে স্ত্রীর মৃত্যু, স্বামী গুরুতর আহত

প্রতীকী ছবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৪ | ১৯:২৪
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পর্শে শাহীনুর বেগম (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্বামী মোস্তফা মুন্সী (৬০) গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, খোলপটুয়া গ্রামে ঘূর্ণিঝড় ‘রিমালে’ ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন রোববার রাতে সংস্কার করা হয়। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের সব গ্রাহকের বাড়ির সার্ভিস লাইনের তার পরীক্ষা না করেই বিদ্যুতের পুনঃসংযোগ দেন। সোমবার সকালে ভুক্তভোগী শাহীনুর বেগম তাদের বাগানে বের হয়ে সুপারি গাছের একটি ডগা পড়ে থাকা দেখে তা সরিয়ে ফেলতে যান। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর স্বামীও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, ঠিকাদার কাজ করে গ্রাহকদের সার্ভিস লাইন যথাযথ পরীক্ষা না করে সংযোগ দেওয়ায় ওই গৃহবধূ বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। তাঁর স্বামীকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লী বিদ্যুতের ইন্দুরকানী এলাকার ইনচার্জ ইসলাম হোসেন জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর খোলপটুয়া গ্রামের মুন্সিরহাট এলাকায় রোববার রাতে সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু ভুক্তভোগী গ্রাহকের মিটারের আর্থিং তার দুর্বল থাকার কারণে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। এর জন্য ঠিকাদার দায়ী নন। পল্লী বিদ্যুতের কর্মীরা লাইন চেক করে বিদ্যুৎ সংযোগ দেন বলে দাবি করেন তিনি।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।