ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে আইজিপি

দেশে লুকিয়ে এখন অপরাধ করা সুযোগ নেই

দেশে লুকিয়ে এখন অপরাধ করা সুযোগ নেই

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৪ | ২০:০৬

দেশে লুকিয়ে এখন অপরাধ করা সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন আগের চেয়েও বেশি। জঙ্গিবাদ যাতে কোথাও বাসা বাঁধতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 

সোমবার সিলেটে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। 

সিলেট পুলিশ লাইনের শামছুল হক মিলনায়তনে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) আয়োজিত কর্মশালায় আইজিপি বলেন, মুসলিমদের খাটো করতে জঙ্গিবাদীরা টার্গেট নিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এদের রুখতে হবে। জঙ্গি হিসেবে পরিচিত হওয়া সবার জন্য লজ্জার। তিনি মৌলভীবাজার, বান্দরবান ও নেত্রকোনায় গড়ে ওঠা জঙ্গি আস্তানা চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানান। 

এটিইউ ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। এর আগে আইজিপি সিলেট পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে একই দিন সিলেটের জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রে সিলেট পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পুনাক সিলেটের সভানেত্রী শামীমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।

আরও পড়ুন

×