ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘সারাদিন মাঠে কাজ করে নিজের ঘরে শান্তিতে ঘুমাই’ 

‘সারাদিন মাঠে কাজ করে নিজের ঘরে শান্তিতে ঘুমাই’ 

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। ছবি: সমকাল

মাজহারুল ইসলাম রবিন, লালমনিরহাট থেকে

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ০৯:৪৯

নিজের জমি ছিল না লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সত্তরোর্ধ্ব মো. বাদল মিয়ার। ছেলেরাও তাঁর খোঁজখবর নেন না। খাসজমিতে ছোট একটি ঘর তুলে প্রতিবন্ধী স্ত্রী নূরজাহান বেগমকে নিয়ে কোনো রকমে দিন কাটাতেন। তাদের মধ্যে সব সময় ভয় থাকত উচ্ছেদ হয়ে যাওয়ার। তবে এই ভয় এখন আর নেই। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে দুই শতাংশ জমির ওপর সেমিপাকা ঘর পেয়েছেন তিনি। সেই ঘরের বারান্দায় দিয়েছেন ছোট্ট একটি মুদি দোকান। এখন স্ত্রীকে নিয়ে সুখেই আছেন।

বাদল মিয়া বলেন, ‘এক সময় রংপুরে ছোট দোকান করতাম। খাসজমিতে ঘর তুলে থাকতাম। আমার দুই ছেলে এক মেয়ে। ছেলেদের একজন ঢাকায় থাকে, আরেকজন রংপুরে। তারা কোনো খবর নেয় না। এক আত্মীয়ের মাধ্যমে এই এলাকায় (লালমনিরহাট) থাকা শুরু করি। অনেক কষ্টে ছিলাম। প্রধানমন্ত্রীর কল্যাণে একটা ঘর পেয়েছি।’

বাদল মিয়ার মতোই কষ্টে দিন কাটত আয়েশা সিদ্দিকার (৫০)। মানুষের বাড়ি আর কৃষিজমিতে দিনমজুরি করে কোনো রকমে চলতেন। এখন সরকার থেকে ঘর পেয়েছেন। সেই বাড়ির আঙিনায় গরু পালনও করছেন। আয়েশা বলেন, ‘আগে ভাঙা ঘরে কষ্ট করে থাকতাম, এখন সারাদিন মাঠে কাজ করে রাতে নিজের ঘরে শান্তিতে ঘুমাই।’

শুধু বাদল মিয়া কিংবা আয়েশা সিদ্দিকাই নন, আশ্রয়ণ প্রকল্পে বাড়ি পেয়ে সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন অনেকেই। গত রোববার মহিষামুড়ি গ্রামে গিয়ে দেখা যায়, ১৬ দশমিক ৪৩ একর জমির ওপর ২৭৩টি সেমিপাকা ঘরে হাজারখানেক মানুষ বাস করছেন। সবার বাড়ির সামনে ও পেছনে কিছুটা ফাঁকা জায়গা। কেউ সেখানে সবজি চাষ করছেন, কেউ ফলদ গাছ লাগিয়েছেন। 

কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, প্রত্যেক উপকারভোগীকে দুই শতাংশ জমি দলিল করে দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়েছে ও নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। উপকারভোগীদের সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। এ ছাড়া এলাকায় বড় তিনটি পুকুরে মাছ চাষ করছেন তারা। প্রকল্প এলাকায় ১ হাজার ২৩০ মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। এর মধ্যে আছে মহিষামুড়ি গ্রামের ঘরগুলোও।

আরও পড়ুন

×