হরিণের সাড়ে ৩ মণ মাংস ফেলে পালাল শিকারি

ফাইল ছবি
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৪ | ১৫:২৪ | আপডেট: ১১ জুন ২০২৪ | ১৭:২৮
সুন্দরবনে একটি খালে হরিণের সাড়ে তিন মণ মাংস ও নৌকা ফেলে পালিয়ে গেছে শিকারিরা। মঙ্গলবার ভোরে সুন্দরবনের শাকবাড়িয়া এলাকার চালকি খালে এ ঘটনা ঘটে। পরে নৌকা থেকে মাংস ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে বনরক্ষীরা।
সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার জানান, গত ১ জুন থেকে বন অভ্যন্তরে জেলে-বাওয়ালিসহ সবার প্রবেশের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এ অবস্থায় বন বিভাগের নিয়মিত টহলের সময় শাকবাড়িয়া টহল ফাঁড়ির আওতাধীন চালকি খালে গেলে একটি নৌকা দেখা যায়।
বন বিভাগের ট্রলার কাছাকাছি পৌঁছালে কয়েকজন লোক নৌকা ফেলে বনের অভ্যন্তরে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তায় রাখা হরিণের ১৩২ কেজি মাংস ও শিকারের ফাঁদসহ অন্যন্য সরঞ্জাম পাওয়া গেছে।
নির্মল কুমারের ভাষ্য, সুন্দরবনের ওই এলাকায় হরিণ শিকারিসহ ‘বিষদস্যু’দের তৎপরতা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া শিকারিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
- বিষয় :
- সুন্দরবন
- খুলনা
- হরিণের মাংস
- হরিণ