রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির। ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৪ | ২০:০৭
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন। বুধবার উখিয়া উপজেলার ঘোনারপাড়া ১৯ নম্বর ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর এসব তথ্য জানিয়েছেন।
নিহত আব্দুল মোনাফ (২৫) ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আব্দুল মোনাফ আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা, একটি অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, বুধবার সকালে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে এপিবিএনের একটি দল সেখানে গেলে তাদের ওপর গুলি চালানো হয়। পুলিশ প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে আরসা সদস্যরা পিছু হটে। সেখানে মোনাফকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার উখিয়ায় মধুরছড়া আশ্রয়শিবিরে আরসা সদস্যরা পিটিয়ে সৈয়দ আমিন (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করে। এর আগে সোমবার ভোরে একই ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়। এ নিয়ে চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ২৫ জন খুন হয়েছে।