ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তিস্তায় পানি বাড়ছে, ব্যারেজের সব জলকপাট খুলে দিলো কর্তৃপক্ষ

তিস্তায় পানি বাড়ছে, ব্যারেজের সব জলকপাট খুলে দিলো কর্তৃপক্ষ

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ১৪ জুন ২০২৪ | ২২:৪৪

তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। উজানের বৃষ্টির পানি নেমে আসায় শুক্রবার সকাল থেকে পানি বাড়তে থাকে। সন্ধ্যা ৬টায় ডালিয়াস্থ তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এছাড়া রংপুরের কাউনিয়া পয়েন্টে বিকেল ৩টায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কায় ইতোমধ্যে ডালিয়ায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

রংপুর পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সমকালকে বলেন, উজানের ঢল আর গত কয়েক দিনের বৃষ্টিপাতে শুক্রবার সকাল থেকে তিস্তায় পানি বাড়তে থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের ৪৪টি গেটই খুলে রাখা হয়েছে। বিকেলের দিকে ডালিয়া পয়েন্টে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটির দিকে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হয়।

তিনি বলেন, উজানে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে নেমে আসা ঢলে আমাদের এখানে নদীর পানি আরও বাড়তে পারে।

আরও পড়ুন

×