সেবাই আমাদের উৎসব, সেবাই আনন্দ, বললেন পুলিশ প্রধান

ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ০২:৪৪
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য ঈদ উপলক্ষে এবং সব সময় দেশবাসী বা নাগরিকদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা ঈদে ছুটিতে না গিয়ে দেশের সেবা, দেশের মানুষের সেবা, মানুষের নিরাপত্তা দিয়ে আমরা গর্ববোধ করি, আনন্দ উপভোগ করি। সেবাই আমাদের উৎসব, সেবাই আমাদের আনন্দ। এই ব্রত নিয়ে আমরা ঈদে দায়িত্ব পালন করে থাকি এবং ঈদের দিন মানুষের নিরাপত্তা দিয়ে থাকি।
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে এডিশনাল আইজি মো. আতিকুল ইসলাম, এডিশনাল আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের কশিমনার মো. মাহবুব আলম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, উপকমিশনার মো. ইব্রাহিম খান, উপ-কমিশনার নন্দিতা মালাকার উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ঈদে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং বাড়ির মালিক যারা আছেন, আমরা তাদের রিকুয়েস্ট করবো যাওয়ার সময় যাদের সিসিটিভি ক্যামেরা সচল আছে সেগুলো সচল আছে কি-না তা বা সেভাবে থাকার কথা সেভাবে আছে কি-না তা দেখে নিবেন। বাড়িতে বিশ্বস্ত প্রতিনিধি রেখে যাবেন। এরপরও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। আর তাও যদি না পারেন টোল ফ্রি ৯৯৯ নম্বরে কল করে আমাদের সহায়তা নিন। আমরা দেশবাসীর সেবায় সর্বদা প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, ঈদে কোনো ব্যবসায়ী যদি বড় অংকের টাকা বহন করতে চান তাহলে আমাদের জানালে আমাদের টিম আপনাদের নিরাপদে পৌঁছে দেবে। আমরা পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছি। পশু যে গন্তব্যে যাওয়ার কথা পথে যদি কেউ থামিয়ে চাঁদা দাবি করে কিংবা গন্তব্যের আগে জোর করে নামাতে চান তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় এ ধরনের কাজের জন্য আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এ ধরনের কোনো খবর থাকলে আমাদের জানাবেন, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি।
আইজিপি মামুন বলেন, ঈদ উপলক্ষে দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যাতে যথাসময়ে নির্বিঘ্নে যার যার গন্তব্যে গমন করতে পারেন এজন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
যাত্রীদের ঈদে যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে পরিবহনে ভ্রমণ না করার অনুরোধ জানিয়ে আইজিপি আরও বলেন, একটু তাড়াহুড়ো করার জন্য অনেকে ট্রাকে ওঠেন, অন্য যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে রওনা হন। এতে দেখা যায় রাস্তায় অনেকে দুর্ঘটনায় পতিত হয়। আমরা চাই ঈদে সবাই নিরাপদে যার যার গন্তবে যাক এবং ঈদের পরে আবার নিরাপদে ফিরে আসুক।
তিনি চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালাতে এবং বিনা কারণে ওভারটেকিং করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। যারা আইন অমান্য করে গাড়ি চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আইজিপি।
- বিষয় :
- আইজিপি
- চৌধুরী আবদুল্লাহ আল-মামুন