সমকালের ঈদ উপহার পেয়ে খুশি পত্রিকা বিক্রেতারা

ছবি- সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২১:৫৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমকালের ঈদ উপহার পেয়ে খুশি কুড়িগ্রামের পত্রিকা বিক্রেতারা। শনিবার সন্ধ্যায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে জেলা সদরের হকার্স সমিতির কার্যালয়ে ২০ জন পত্রিকা বিক্রেতার মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী হিসেবে টি-শার্ট, শার্ট ও রেইনকোট দেওয়া হয়। সমকাল সুহৃদ সমাবেশের উপহার পেয়ে আনন্দিত এসব পত্রিকা বিক্রেতারা আগামীতে আরও গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
হকার্স সমিতির ম্যানেজার ওসমান আলী বলেন, ঈদের আগমুহূর্তে সমকালের দেওয়া ঈদ উপহারসামগ্রী পেয়ে পত্রিকার এজেন্ট ও বিক্রেতারা খুবই খুশি হয়েছেন। গত রমজান মাসে ইফতার আয়োজনের পর এবার কোরবানি ঈদে পোশাক উপহার দিল সমকাল। জেলায় প্রথম এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল।
সাংবাদিক রিয়াদুল ইসলাম বলেন, এটি সত্যি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে পোশাকের পাশাপাশি এই বর্ষায় রেইনকোটটি তাদের খুবই কাজে দেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, সুহৃদ সদস্য রুবাইয়া জান্নাত, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম, পত্রিকার এজেন্ট ইব্রাহিম আলী, মহব্বত আলী, রবিউল ইসলাম, সাজু মিয়া ও শরিফ আহম্মেদ।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- ঈদ উপহার