‘বিয়ে নিয়ে বনিবনা না হওয়ায়’ থানা হেফাজতে যুবকের আত্মহত্যাচেষ্টা

ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২২:৪১
বগুড়ার শিবগঞ্জ থানা হেফাজতে গলায় ফাঁস লাগিয়ে মাহাবুব হোসেন (২৮) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১১টার দিকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে এ ঘটনা ঘটে।
মাহাবুব শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মাহবুবের সঙ্গে বছর চারেক ধরে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার বিকেলে প্রেমিকার বাবা মাহবুবকে ফোন করে বিয়ের কথাবার্তা বলার জন্য তাদের বাসায় ডাকেন। সেখানে বিয়ে সংক্রান্ত বিষয়ে বনিবনা না হলে মেয়েকে উত্যক্তের অভিযোগে মাহবুবকে ধরিয়ে দেন থানা-পুলিশের হাতে। মাহবুবের নামে রাতে থানায় কোনো অভিযোগ না দেওয়ায় শনিবার দুপুরে স্বজনদের তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সকাল ১১টার দিকে মাহাবুব আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে নেওয়া হয়।
মাহাবুবের বাবা আবুল হোসেন বলেন, ‘ছেলের সঙ্গে কি হয়েছে কিছু জানিনা। রাতে পুলিশ আমাদের আসতে বলেছিল, তবে টাকা না থাকায় ছেলেকে নিয়ে যেতে পারিনি। পুলিশ একটি ফুটেজ দেখিয়েছে সেখানে মাহাবুব আত্মহত্যার চেষ্টা করছে এমন দেখা যায়। এখন ছেলের সুস্থতা ও ঘটনার সঠিক তদন্ত চাই।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, জাতীয় পরিসেবার ৯৯৯-এ ফোন পেয়ে মাহবুবকে রাত আড়াইটার দিকে তার প্রেমিকার বাসা থেকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। সকালে তার অভিভাবকদের হাতে তাকে তুলে দেওয়ার কথা ছিল।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাতভর ভিকটিম সাপোর্ট সেন্টারে বসে থাকা মাহবুব সকাল ১১টার দিকে কোমরের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। ঘটনা টের পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাহবুব এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
- বিষয় :
- বগুড়া
- থানা
- আত্মহত্যার চেষ্টা