শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১১:২৪ | আপডেট: ১৬ জুন ২০২৪ | ১২:০৫
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও সদর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক। গতকাল শনিবার উপ-সচিব মোহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য।
প্রজ্ঞাপন অনুযায়ী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার কথা স্থানীয় সংসদ সদস্যের। পদাধিকার বলে সদস্য সচিব হবেন হাসপাতালের পরিচালক। এ নিয়ম ভেঙ্গে ২০১৪ সাল থেকে সভাপতির পদটি আগলে রাখেন বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এছাড়া ৩ মাস পর পর কমিটির সভা হওয়ার নিয়ম থাকলেও বছরে একটি সভাও হয়নি। এতে শেবাচিমের স্বাস্থ্যসেবা অকার্যকর হয়ে পড়ে।
হাসানাত আব্দুল্লাহ চার দশক দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ নেতা। তিনি নিয়মবর্হিভূতভাবে শেবাচিমর সভাপতি পদ আগলে রাখায় ক্ষোভ থাকলেও এনিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস কেউ পায়নি। বর্তমানে স্থানীয় রাজনীতিতে হাসানাতের একক আধিপত্য খর্ব হলে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেন বিরোধীরা।
বরিশাল নগর উন্নয়ন ফোরামের সমম্বয়ক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, দীর্ঘদিন ধরে শেবাচিম হাসপাতালে স্বাস্থ্যসেবাসহ প্রশাসনিক কার্যক্রমে জিম্মি অবস্থা বিরাজ করছে। ব্যবস্থাপনা কমিটি অকার্যকর থাকায় তদারকি করার কেউ ছিলনা। নতুন কমিটি কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা করছেন তিনি।
সভাপতি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, হাসপাতালে রোগীরা যাতে যথাযথ স্বাস্থ্যসেবা পায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
- বিষয় :
- শেবাচিম হাসপাতাল
- প্রতিমন্ত্রী
- জাহিদ ফারুক