সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৫ উপজেলায় ঈদ উদযাপন

ছবি- সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১২:১৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ রোববার ঈদুল আজহা উদযাপন করছেন মাদারীপুরের ৫ উপজেলার কয়েক হাজার মানুষ।
এদিন ৫ উপজেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে চরকালিকাপুর ফরাজীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জনগণের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
- বিষয় :
- ঈদ উদযাপন