ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিরোধের জেরে বগুড়ায় দুই ভাইকে পিটিয়ে জখম

বিরোধের জেরে বগুড়ায় দুই ভাইকে পিটিয়ে জখম

ছবি-সংগৃহীত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ২২:০২

ধুনটে সমাজে কোরবানির মাংস না নেওয়ার কারণ জানতে চাওয়ায় দুই ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামে। 

চরধুনট গ্রামের আবু রায়হানের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে বিরোধ চলছিল। আবু রায়হান কোরবানি শেষে সমাজে মাংস দিতে গেলে সমাজপতি উপজেলা জামায়াতের সাবেক কোষাধ্যক্ষ মহসিন আলী মাস্টার তাঁর মাংস নেওয়া যাবে না বলে জানান। আবু রায়হান এর কারণ জানতে চাইলে ঘটনাস্থলে থাকা সাইফুল ইসলামের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহসিন আলী মাস্টার, সাইফুল ও তাদের কয়েকজন সহযোগী আবু রায়হান ও তাঁর ভাই আব্দুল হান্নানকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত আবু রায়হানের পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় ৪ জনের নামে অভিযোগ দেওয়া হয়। 

এ বিষয়ে কথা বলতে মহসিন আলী মাস্টার ও সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়। ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×