ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানিকছড়ি ডিসি পার্ক বন্ধ ঘোষণা

মানিকছড়ি ডিসি পার্ক বন্ধ ঘোষণা

মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্ক। ফাইল ছবি

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ২০ জুন ২০২৪ | ২৩:০২

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যটন কেন্দ্রের মূল ফটকে বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি দেখা যায়। 

গত সোমবার ঈদের দিন পার্কের লেকে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক মাদ্রাসাছাত্র মারা যায়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যটকরা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কঠোর সমালোচনা করেন। পরে মৌখিক বন্ধ ঘোষণা করে স্থানীয় উপজেলা প্রশাসন। পরে বিজ্ঞপ্তি ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, দর্শনার্থীদের নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পার্কের উন্নয়নের কাজ চলমান। উন্নয়ন কাজ শেষ হলে পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

গত বছর মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মানিকছড়ি উপজেলা প্রশাসন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানের পর্যটকদের কাছে প্রিয় ইকো-ট্যুরিজম পার্ক হিসেবে পরিচিতি লাভ করে। দর্শনার্থীদের আনাগোনায় সব সময় মুখরিত থাকত পার্কটি। 

 

আরও পড়ুন

×