পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে দৈনিক সমকাল প্রকাশকের মতবিনিময় সভা

পিরোজপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ। ছবি-সমকাল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৭:৩১ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ১৭:৫৮
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ, হা-মীম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি অ্যাডভোকেট মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি শফিউল হক মিঠু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সাম্পাদক এস এম তানভীর আহমেদ, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. পারভেজ আকন।
এসময় পিরোজপুর প্রেসক্লাবের সদস্যরা ও দৈনিক সমকাল ‘সুহৃদ সমাবেশ’ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ এবং হা-মীম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এ কে এম মাহফুজুল হককে পিরোজপুর প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
- বিষয় :
- দৈনিক সমকাল
- মতবিনিময় সভা
- পিরোজপুর