ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মোবাইল কানে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু

মোবাইল কানে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ২২:০৪ | আপডেট: ২৫ জুন ২০২৪ | ২২:০৫

গাজীপুরে আনোয়ার হোসেন খোকন (৫০) নামে এক ব্যক্তি চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে শ্রীপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন খোকন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে এবং সমকাল সাংবাদিক মীর সামীর মামা। । তিনি শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকেল তিনটার দিকে কাটাপুল এলাকা অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর রেললাইনের পাশে আহত অবস্থায় আনোয়ারকে পড়ে থাকতে দেখা যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের আগেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কানে মোবাইল ফোন নিয়ে আনোয়ার রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। হঠাৎ ট্রেন চলে এলে তাকে রেললাইন থেকে সরে যেতে বললেও তিনি শোনেননি। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান সমকালকে বলেন, ঘটনার পর আনোয়ার হোসেনের ছেলে সাজিদ হোসেন মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেছেন।

নিহতের ভাগিনা সমকাল সাংবাদিক মীর সামী বলেন, আনুষ্ঠানিকতা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

×