ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ইজিবাইক চালকের

ফরিদপুরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ইজিবাইক চালকের

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ১৭:৩৬ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ১৭:৪৮

ফরিদপুরে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দি এলাকায় এ দুর্ঘটনা হয়।

করিমপুর হাইওয়ে থানার এসআই মো. ইমতিয়াজ হোসেন জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার পূর্ব গঙ্গাবর্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের হয়। 

তিনি আরো জানান, সংঘর্ষে গুরুতর আহত ইজিবাইক চালক উজ্জ্বল দত্তকে (৪৫) উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল দত্তর বাড়ি মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামে। এ দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×