এবারও বিপুল ভোটে হারলেন এমপি হাসানাত সমর্থিত প্রার্থী
গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন

প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ০১:২৩
নিজের সংসদীয় আসনভুক্ত এলাকায় ভোটের রাজনীতিতে দলের একাংশের কাছে আরেকবার পরাস্ত হলেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। গতকাল বুধবার গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে তাঁর সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম জয়নাল আবেদীন বিপুল ভোটে হেরেছেন।
গতকাল ভোটে নারকেল গাছ মার্কায় ১০ হাজার ৫৪৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন উপজেলার আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন মোবাইল ফোন মার্কায় পেয়েছেন মাত্র ৪ হাজার ৭৮৬ ভোট। সহকারী রিটার্নিং ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান আলাউদ্দিন ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
মাত্র ১৭ দিন আগে গত ৯ জুন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচনেও এমপি হাসানাত সমর্থিত প্রার্থীরা পরাজিত হন। ফলে হারানো ইমেজ পুনরুদ্ধারে হাসানাত এবার নিজেই জয়নালের জন্য ভোট চেয়েছিলেন। এতে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও দিয়েছিলেন প্রার্থী আলাউদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে হাসানাত চার দশক ধরে দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতা। তাঁর বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গত জুনে সিটি করপোরেশন এবং ডিসেম্বরে বরিশাল-৫ আসনে মনোনয়নবঞ্চিত হলে জেলায় হাসানাত পরিবারের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে। উপজেলা নির্বাচনে সদর, মুলাদী, বাবুগঞ্জ এবং সর্বশেষ নিজের সংসদীয় আসনভুক্ত গৌরনদী ও আগৈলঝাড়ায় হাসানাত সমর্থিত প্রার্থীদের পরাজয় জেলার রাজনীতিতে তুমুল আলোচিত হচ্ছে। গৌরনদীতে হেরেছেন এমপির প্রধান আস্থাভাজন হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ। এমনকি নিজের উপজেলা আগৈলঝাড়ায় হারেন এমপির নিকটাত্মীয় বীর মুক্তিযোদ্ধা রইচ সেরনিয়াবাত।
এদিকে ভোটকেন্দ্রে ঘুষ গ্রহণের অভিযোগে সকাল সাড়ে ৯টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দু’জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ঘুষের ১৩ হাজার টাকা। আটকরা হলেন– পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোনালী ব্যাংক গৌরনদী শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মহিলাবিষয়ক অধিদপ্তরের মাঠ সমন্বয়কারী সঞ্জয় ভক্ত ও কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বিজয়ী প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া জানান, মোবাইল ফোন মার্কা প্রার্থীর পক্ষে কাজ করতে ঘুষ নিয়েছিলেন তারা। এ ছাড়া কেন্দ্রে প্রভাব বিস্তারের সময় মোবাইল ফোন মার্কার কর্মী ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজনকে আটক করা হয়।
গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার তিন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কাউন্সিলর সুজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে সকাল সাড়ে ৭টায় ফিশারিজ কেন্দ্রে ভোটারদের ওপর হামলা হয়। আলাউদ্দিনের অভিযোগ, জয়নাল সমর্থকদের হামলায় তাঁর সমর্থক পৌর কাউন্সিলর লিটন ব্যাপারী আহত হয়েছেন।
- বিষয় :
- বরিশাল
- উপনির্বাচন