বাগাতিপাড়া হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১০:৩৭ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ১০:৪৯
প্রথমবারের মতো অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বুধবার সকালে আকরাম উদ্দীন নামে সাপে কাটা এক রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়। আকরাম ঝিনাইদহ সদরের তেঁতুলতলা এলাকার বশির বিশ্বাসের ছেলে।
আকরাম উদ্দিন দীর্ঘদিন ধরে বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকায় বসবাস করছেন। তিনি দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে অন্যের জমিতে তিল কাটতে যান। এ সময় তার ডান পায়ে সাপ কামড় দেয়। স্থানীয়রা তাকে বাগাতিপাড়া হাসপালে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. রাজ্জাকের তত্বাবধানে আকরামকে অ্যান্টিভেনম দেওয়া হয়।
আকরাম উদ্দীন জানান, স্বজনরা তাকে ওঝার কাছে নিতে চেয়েছিল। তিনি রাজি হননি। চিকিৎসা নেওয়ার পর ভালো আছেন।
ডা. আ. রাজ্জাক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত সাপে কাটা রোগীকে চিকিৎসা দিতে পেরে ভালো লাগছে। রোগী সুস্থ আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আগে সাপে কাটা রোগীকে চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালে যেতে হত। এখন থেকে উপজেলায় চিকিৎসা সেবা দেওয়া হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনমও আছে।