ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

ফাইল ছবি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৩:২০
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক চাপায় দবির মিয়া নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দবির মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার চান্দালী মিয়ার ছেলে।
রাত ১১টার দিকে দবির মিয়া তাঁর সিএনজি চালিত অটো রিকশাটি নিয়ে জগন্নাথপুর যাচ্ছিলেন। সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় পৌঁছলে সড়কের ওপর রাখা পাথরের স্তুপের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক দবির মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে পাঠিয়ে দেন। আজ ভোর ৪টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দবির মিয়া মারা যান।
জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- সুনামগঞ্জ
- জগন্নাথপুর