কোরবানির মাংস না পেয়ে বকুনি, স্ত্রীর ‘আত্মহত্যা’

ছবি-সংগৃহীত
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১০:১২ | আপডেট: ২৮ জুন ২০২৪ | ১০:১৭
কোরবানির মাংস রান্না না করায় স্বামীর বকুনির পর ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের জুলুরকুম গ্রামের সারেং বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নাছরিন আক্তার কনা ওই গ্রামের মো. জাবেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঈদের দিন নির্দেশ পেয়ে কাজে যোগ দিতে হয় জাহাজের মাস্টার (চালক) জাবেদকে। এজন্য ঈদের নামাজ শেষে বাড়ি থেকে বের হন তিনি। ছুটি নিয়ে বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। রাতে স্ত্রী খাবার দিলে দেখেন শুধু তরকারি ও সবজি। কোরবানির মাংস রান্না না করায় এ সময় জাবেদ স্ত্রীকে বকাঝকা করে মসজিদে নামাজ পড়তে চলে যান। এরপর বাসায় ফিরে ঘরের সিলিং ফ্যানের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় পান। পরে গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে কনাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়েছেন জাবেদ। খবর পেয়ে পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক শিমুল বলেন, কোরবানির মাংস রান্না না করা নিয়ে ঝগড়ার পর অভিমান করে দুই সন্তানের মা কনা আত্মহত্যা করেছেন বলে শুনেছি।