জঙ্গি সন্দেহে রূপগঞ্জে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি সন্দেহে রূপগঞ্জে ঘিরে রাখা বাড়ির সামনে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১২:২৭ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ১৫:৫৭
জঙ্গি সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপার মাসাবো বাগানবাড়ি এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করা হয়।
ওই বাড়িটিতে এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মুখপাত্র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল সমকালকে বলেন, সম্প্রতি জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের ধারাবাহিকতায় রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে আটক করে এটিইউ। তার থেকে পাওয়া তথ্যে নারায়ণগঞ্জের এই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানে জঙ্গি আস্তানায় প্রশিক্ষণের কার্যক্রম চলত।