ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

ফাইল ছবি

ফরিদপুর অফিস 

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১৯:৩৪ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ১৯:৫১

ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে গত সোমবার সন্ধ্যায় রাবেয়া বেগম ময়না (৬৬) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহত রাবেয়া বেগম মৃত গেন্দু মল্লিকের স্ত্রী। তাঁর দুই ছেলে, দুই মেয়ে; সবাই বিবাহিত। ছোট ছেলে এসকেন মল্লিক বিয়ে করে রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বসবাস করেন। রাবেয়া বেগম বড় ছেলে কোরবান মল্লিকের সঙ্গে থাকতেন।

কোরবান মল্লিকের ভাষ্য, তারা বাড়ির উঠানে কাজ করছিলেন। তখন তাঁর মা নিজ ঘরে শুয়ে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মায়ের ঘরে গিয়ে দেখতে পান, তাঁর গলা কাটা। পাশে একটি দা পড়ে আছে। তিনি চিৎকার করলে তাঁর স্ত্রীসহ আশপাশের লোকজন ছুটে আসেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, ফরিদপুর কোতেয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনা নিশ্চিত করে মাচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ মুন্সী বলেন, ঘটনাটি রহস্যজনক। ঘরে ঢোকার একটিই পথ ছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়ির উঠানে বৃদ্ধার ছেলে, ছেলের স্ত্রী কাজ করছিলেন। কীভাবে এ ঘটনা ঘটল, বোঝা যাচ্ছে না।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, এটি একটি হত্যাকাণ্ড। বৃদ্ধার পক্ষে দা দিয়ে নিজেকে এভাবে হত্যা করা সম্ভব নয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্তে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
 

আরও পড়ুন

×