চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০১:১৬ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ০১:৩১
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতীরা গ্রামে আখ চুরির অপবাদ দিয়ে এক শিশুকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের করিম মাদবরের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। এর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আড়িয়ল ইউনিয়নসহ টঙ্গিবাড়ী উপজেলাজুড়ে সমালোচনা চলছে।
গ্রামবাসী জানায়, গ্রামের তিন কিশোর করিম মাদবরের ক্ষেতে রোপণ করা আখ চুরি করে খায়। কিন্তু সন্দেহবশত করিম ওই শিশুকে আটক করে দড়ি দিয়ে গাছের সঙ্গে দুই হাত বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করে।
নির্যাতনের শিকার শিশুর চাচা জানান, যারা আখ চুরি করেছে, তাদের না ধরে তাঁর ভাতিজাকে আমগাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। যা আইন বহির্ভূত। তারা শিশু নির্যাতন আইনে মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, শিশুটি নির্দোষ। করিম মাদবর অমানবিক কাজ করেছেন।
আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হালদার বলেন, শিশুকে মারধর করার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি।
এ প্রসঙ্গে শিশু নির্যাতনকারী করিম মাদবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী বলেন, শিশু নির্যাতনের ঘটনায় বুধবার রাত ৮টা পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নির্যাতন
- শিশুকে নির্যাতন
- শিশু