ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গভীর সমুদ্রে ট্রলার ডুবি

১২ জেলের মধ্যে সাতজন উদ্ধার, এখনও নিখোঁজ ৫

১২ জেলের মধ্যে সাতজন উদ্ধার, এখনও নিখোঁজ ৫

ফাইল ছবি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০১:৫৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার দুর্ঘটনায় ১২ জন জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে সাতজন জীবিত উদ্ধার হয়েছেন। বাকী পাঁচজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গত রোববার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়াচর থেকে ১০-১২ কিলোমিটার সমুদ্রের ভিতরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার ছোটমাছুয়া গ্রামের মৃত হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), মৃত উজ্জত আলী আকনের ছেলে ইমাদুল হক আকন (৫২), আকব্বর আলীর ছেলে আল আমীন (২৬), মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার (৫০) ও ট্রলারের বাবুর্চি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোকলেছ হাওলাদারের ছেলে আব্দুর রহমান (৫০)।

উদ্ধারকৃত জেলেরা হলেন- ট্রলারের মাঝি ওই ছোট মাছুয়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৫), একই গ্রামের মুজিবর রহমানের ছেলে মোশারেফ শাহ (৩০), খালেক ফরাজীর ছেলে রুহুল আমীন ফরাজী (৪৫), শাহজাহান ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৬), মৃত হানিফ শাহর ছেলে জুয়েল শাহ (২৫), রুহুল মোল্লার ছেলে লোকমান মোল্লা (২৩) ও মালেক খলিফার ছেলে ইলিয়াস খলিফা (২৭)।

মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম ৭ জেলে উদ্ধার ও পাঁচজন নিখোঁজের সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন

×