ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ফাইল ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১৯:১৪

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের নামে এক ইউপি সদস্যসহ দু’জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এনজিওসহ বিভিন্নভাবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়ার নামে একটি তালিকা করেন উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়া ও তাঁর সহযোগী হেলাল আহমদ। সহায়তা দেওয়ার নামে ইউনিয়নের ওই ইউপি সদস্য বারকাহন, নোয়াগাঁও, চড়বাড়া, লামাপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের কাছ থেকে নগদ এক হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। টাকা নেওয়ার পর কোনো প্রকার অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এর আগেও বিভিন্ন সময়ে সরকারি কার্যক্রমে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। 
অভিযুক্ত ইউপি সদস্য এবং হেলাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক পীর জানান, এলাকার কয়েকজন তাঁকে ফোন করে অভিযোগের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে তিনি ওই ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেছেন। লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তাফা মুন্না জানান, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×