ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সিলিং ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রীর লাশ 

সিলিং ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রীর লাশ 

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৭:৪৮

বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর লাশ বিছানায় এবং স্বামীর লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সদর উপজেলার বৈটপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ী আবু দাউদ শেখকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে ঘরের বিছানা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

আবু দাউদ শেখ (৪৫) বৈটপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে। তিনি কচুয়া উপজেলার ফতেপুর বাজারে ব্যবসায়ী। স্ত্রী কোহেলি সুলতানা লাকি (৪০) গৃহিনী। এ দম্পতির মেয়ে জান্নাতুল ফেরদৌস একাদশ শ্রেণি এবং ছেলে আল কাইয়ুম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মোবাইলে ফোনে কথা বলা নিয়ে ঝগড়ার জেরে প্রথমে স্ত্রী এবং পরে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
 

আরও পড়ুন

×