মুক্তিপনের টাকা নিতে এসে ৫ অপহরণকারী গ্রেপ্তার

ফাইল ছবি
দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৯:১৬
ফেনীর দাগনভুঞায় মুক্তিপনের টাকা নিতে এসে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। গত বুধবার রাতে শহরের একটি মিষ্টির দোকান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ছয়জন পালিয়ে যান।
গত মঙ্গলবার লক্ষীপুরের রামগতি উপজেলার চররমিজ গ্রামের বুদ্ধি নামের এক ব্যক্তি চরকলাকোপা গ্রামের বন্ধু রায়হান প্রকাশ রানাকে ফোন দিয়ে বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভুঞায় তাঁর বাসা থেকে যেন খেয়ে যান। তিনি বন্ধুর বাসায় খাওয়ার জন্য গেলে তাঁকে আটকে অপহরনকারীরা ৬ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ সময় এলোপাতাড়ি মারধর করে ভিডিও তাঁর এক স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে দেন। ছেলেকে উদ্ধারের জন্য টাকা নিয়ে দাগনভুঞা বাজারে একটি মিষ্টির দোকানে তাদের আসতে বলেন ভুক্তভোগীর বাবা মো. বেলাল। এর আগে বিষয়টি পুলিশকে জানান তিনি। পুলিশ তাদের ধরতে গোপনে সেখানে অবস্থান নেয়।
একপর্যায়ে টাকার জন্য এলে পুলিশ চক্রের সদস্য উত্তর করিমপুর গ্রামের ফখরুল ইসলাম, বাসুদেবপুর গ্রামের জাহিদুল ইসলাম পিন্টু, জগতপুর গ্রামের আজমীর হোসেন হৃদয়, আমানউল্লাহ পুর গ্রামের টিটু চন্দ্র দাস ও জগতপুর গ্রামের আল জাবেরকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল ইসলাম লাতু, ইয়ারপুরের রুবেল, মাস্টারপাড়ার আশরাফ, রায়হান ও লক্ষীপুরের চরচরমিজ গ্রামের বুদ্ধি পালিয়ে যান।
মামলার বাদী মো. বেলালের ভাষ্য, তাঁর ছেলে রানা চট্টগ্রামে মাছের ট্রলারে চাকরি করেন। বুদ্ধি তাঁর বন্ধু। তাঁর ছেলেকে দুপুরে খাওয়ানো জন্য ডেকে অপহরনকারীদের যোগসাজশে মুক্তিপন দাবি করে। নির্যাতন করে ভিডিও পাঠিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে। ওসি মো. আবুল হাসিম আসামিদের মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পরে পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।