ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাটকাসহ ২৭ মণ মাছ জব্দ  

জাটকাসহ ২৭ মণ মাছ জব্দ  

ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত সামুদ্রিক মাছ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ১৭:৪৭

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে গোপনে মাছ শিকার ও রাতের বেলায় কৌশলে যাত্রীবাহী বাসে করে পাচারের সময় জাটকা ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা-কলাপাড়া সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় তিনটি বাস থেকে এসব মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ বলেন, নিষিদ্ধ  মাছ পরিবহনের অভিযোগে তিনটি যাত্রীবাহী বাসের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অভিযানে ২০০ কেজি জাটকা ইলিশসহ ৮৬০ কেজি পোয়া, ডান্ডি ও লইট্রাসহ বিভিন্ন সামুদ্রিক নাছ জব্দ করা হয়েছে। যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। 
 

আরও পড়ুন

×