সেই বক্তব্য নিয়ে মুখ খুললেন মতিউরের স্ত্রী লাকী

রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ১৮:১৪
সমালোচিত বক্তব্যের দীর্ঘ সময় পর নিজের অবস্থান তুলে ধরেছেন ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ড. মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে তিনি এ বিষয়ে কথা বলেন। এ সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
লায়লা কানিজ লাকী বলেন, গত ২৭ জুন আমি অফিসে এসেছিলাম। আমার যে কাজকর্ম ছিল, তা শেষ করে যথারীতি কারও সঙ্গে কোনো বাক্যবিনিময় ছাড়াই এখান থেকে সোজা গাড়িতে চড়ে অফিস ত্যাগ করি। কিন্তু সেদিন কে বা কারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন যে, ‘আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি।’ এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এ রকম কথা বলিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যারা মিডিয়া কর্মী ও সাংবাদিকদের এসব ভুল তথ্য দিয়েছেন, তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্যটা বের করে উপস্থাপন করুন। আপনারা সমাজের দর্পণ, আমি আশা করব, আপনারা সত্যটা প্রকাশ করবেন।
ছাগলকাণ্ডের দুই সপ্তাহ পর গত ২৭ জুন জনসম্মুখে আসেন লায়লা কানিজ লাকী। সেদিন তিনি রায়পুরা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুটি সভায় অংশ নেন। সভাস্থলে সাংবাদিকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। সভায় প্রবেশের পর বক্তব্য দিয়ে নিজের কক্ষে চলে যান লায়লা কানিজ লাকী। এ সময় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা তার কক্ষে অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে ঈদ পরবর্তী কুশলবিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের এড়িয়ে বাড়িতে চলে যান।
- বিষয় :
- ছাগলকাণ্ডের মতিউর
- নরসিংদী
- মতিউর রহমান