ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপরে

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপরে

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪ | ২০:০৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৪ | ২০:১০

উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ১২ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬১ মিটার। ‌পাউবোর পানি পরিমাপক দপ্তরের গেজ রিডার হাসিনুর রহমান জানান, যমুনায় পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার (১২ দশমিক ৯০ মিটার) উপরে রয়েছে। 

অপরদিকে, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪২ মিটার। এখানেও গত ১২ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার (১৪ দশমিক ৮০ মিটার) উপরে রয়েছে। 

সিরাজগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, পানি বৃদ্ধির হার শনিবার সারাদিন উল্লেখযোগ্য হারে বাড়েনি। ‌রোববার থেকে হয়তো পানি বৃদ্ধির হার আরও কমার সম্ভাবনা আছে। 

সিরাজগঞ্জ জেলা শহরের হার্ড পয়েন্ট ও মালশাপাড়ায় পাউবোর চায়না বাঁধ এলাকা থেকে ভ্রমণকারীদের যমুনায় নৌকা চলাচল শনিবার দিনভর নিয়ন্ত্রণ করে পুলিশ ও জেলা প্রশাসন। ‌পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রশাসন থেকে শহর রক্ষা বাঁধের আশেপাশে ও যমুনায় নৌ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। 

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার বিকেল দুই-চারটি নৌকা চলেছে। শনিবার দিনভর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরও পড়ুন

×