ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এইচএসসি পরীক্ষা: নোয়াখালীতে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

এইচএসসি পরীক্ষা: নোয়াখালীতে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৯:২২

নোয়াখালীতে চলমান উচ্চমাধ্যমিক, আলিম ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে অবহেলার কারণে দুই সহকারী অধ্যাপক ও এক অধ্যাপককে পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন, স্থানীয় কড়িহাটি সালেহ মিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকাদিঘীর পাড় ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক জহির উদ্দীন এবং খোয়াজের ভিটি ফাযিল মাদরাসার প্রভাষক তকদীর হোসেন। 

জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শনে যান কেন্দ্রের সুপারভাইজিং অফিসার ও চাটখিল ইউএনও শেখ এহসান উদ্দীন। এসময় তিনি কেন্দ্রের এক নম্বর এবং তিন নম্বর কক্ষে শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি দেখতে পান। বিষয়টি তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনেন। পরবর্তীতে চাটখিল কামিল মাদরাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্লাহ ওই তিন শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করেন।

তিন শিক্ষকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, পরীক্ষা গ্রহনে কোন প্রকার অনিয়ম বরদাস্ত  করা হবেনা। যে কেন্দ্রই অনিয়ম দেখা যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×