স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার, ব্যবস্থা হলো সেচের

মাঠে সেচের পানি পেতে নিজ উদ্যোগে পাউবোর সেচ খালের আগাছা পরিষ্কার করছেন বিজুলিয়া ও মনোহরপুর এলাকাবাসী। রোববার সকালে এসকে-৯ সেচ খালের শৈলকুপায় সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ০০:১৫
কৃষিকাজের পানি প্রবাহ ঠিক রাখতে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে পাঁচ কিলোমিটার সেচ খালের আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। গতকাল রোববার উপজেলার মনোহরপুর ইউনিয়নে দু’শতাধিক মানুষ এ কার্যক্রমে অংশ নেন। পৌর এলাকার আউশিয়া গ্রামের সেতু থেকে দামুকদিয়া পর্যন্ত এ কাজ চলবে বলে জানান তারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দীর্ঘদিন সেচখাল পরিষ্কারে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। মনোহরপুর গ্রামের মন্টু মিয়ার ভাষ্য, দীর্ঘদিন এসকে-৯ সেচ খালের আগাছা পরিষ্কার হয় না। ফলে মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া ও মনোহরপুরসহ বিভিন্ন গ্রামের কৃষকেরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পান না। এ কারণে তারা পাঁচ কিলোমিটার সেচ খালের আগাছা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।
একই ধরনের কথা বলেন, মনোহরপুর গ্রামের হুমায়ুন কবির। বিজুলিয়া গ্রামের মিল্টন মোল্যা বলেন, সেচ খালের আগাছার জন্য বিজুলিয়ার
মাঠে খালের পানি প্রবেশ করে না। তাই কৃষকরা নিজেরাই খাল পরিষ্কার শুরু করেছেন।
মনোহরপুর গ্রামের পুলিশ সদস্য তকিবুর রহমান ছুটিতে এসে খালের আগাছা পরিষ্কারের কাজে নেমে পড়েন। তিনি বলছিলেন, খালের
পানি চাষিরা ব্যবহার করতে পারলে উৎপাদন
খরচ অনেক কম হবে। একই ধরনের তথ্য জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর ভাষ্য, এটি একটি মহতী উদ্যোগ।
- বিষয় :
- খাল পরিস্কার