ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলা ব্লকেড কর্মসূচি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুবি শিক্ষার্থীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি: সমকাল

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১৭:৫৮ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ১৭:৫৮

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে রাস্তার দু’পাশে প্রায় ১৫-২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ করেন তারা।

জানা গেছে, সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখানে প্রতিবাদস্বরূপ বই পড়া ও কবিতা আবৃত্তি করেন তারা। বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ চলমান। কর্মসূচি রাত ৮টায় শেষ হবে বলে জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বাবুল আহমেদ নামে এক শিক্ষার্থী দেখা যায় অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে। গায়ে সাদা কাপড় জড়িয়ে মহাসড়কের মাঝ বরাবর একটি বেঞ্চের উপর গাছ সদৃশ একটি স্টিলের পাইপের সাথে ঝুলে আছেন তিনি। কাপড়ে লেখা- ‘মেধা থাকার পরও কোটা পদ্ধতি আমাকে বাঁচতে দেয়নি, তোর ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে মা।’

বাবুল আহমেদ বলেন, ‘আমরা কোটা পদ্ধতি বাতিল চাই। সে লক্ষ্যেই আজকের প্রতিবাদ। প্রতীকী অর্থে এই বেশে দাঁড়িয়েছি। কোটার কারণে অনেক মেধাবী ঝরে যাচ্ছে। এটি মেধা হত্যার শামিল। আমার জায়গা থেকে তারই প্রতিবাদ জানিয়েছি।’

আরও পড়ুন

×