ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৩৩ ককটেল উদ্ধারের পর নিস্ক্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ জোড়া খুন: গ্রেপ্তার আরও ৪

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ জোড়া খুন: গ্রেপ্তার আরও ৪

ককটেল উদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন রাজশাহী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৭:১৬ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ১৮:৫১

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারদের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রাম থেকে ৩৩টি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের যৌথ অভিযানে এসব ককটেল উদ্ধার ও নিস্ক্রিয় করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের আজম আলী, সাহেব আলী, রসিক নগরের মো. ফিরোজ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বোলতলা চকবহরম এলাকার তাজ হাসান হৃদয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে চট্টগ্রাম থেকে চার আসামিকে আটকের পর সোমবার তাদের চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়। এ সময় এক আসামির তথ্যমতে লুকিয়ে রাখা বিস্ফোরকের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তারা তিনটি পৃথক স্থান থেকে লুকিয়ে রাখা অবস্থায় ৩৩টি ককটেল উদ্ধার করে। তবে উদ্ধার অভিযান পরিচালনাকালে চারটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত অপর ককটেলগুলো ধ্বংস করা হয়। এ সময় ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। 

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল,) মো. জাহাঙ্গীর আলম ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক সুকোমল চন্দ্র। 

ঘটনাস্থলে তাৎক্ষণিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার এক আসামির তথ্যমতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের একটি গোরস্থান ও এর আশপাশে অভিযান চালিয়ে মাটির নিচে তিনটি বালতিতে রাখা ৩৩টি ককটেল উদ্ধার করে। ওই এলাকায় আরও বিস্ফোরক থাকার আশঙ্কায় মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করা হবে। 

এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম হত্যা মামলায় সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার রাতের অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এমন আসামীও রয়েছে।

গত ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামী করে একটা হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলার প্রধান আসামী করা হয় সালামের প্রধান প্রতিপক্ষ নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। 


 

আরও পড়ুন

×