কুড়িগ্রামে বন্যার্তদের পাশে সুহৃদ সমাবেশ

কুড়িগ্রামে বানভাসি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৭:৫৬
কুড়িগ্রামের সব নদ-নদীর পানি কমতে শুরু করলেও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি। এখনও পানিবন্দী হয়ে আছেন জেলার আড়াই লাখেরও বেশি মানুষ। এসব বানভাসি মানুষদের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের সুহৃদ সমাবেশের সদস্যরা।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর খেয়ার আলগা ও চর ইয়ুথনেটের ৮০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমকাল সুহৃদ সমাবেশ এর সদস্যরা। ত্রাণ সহায়তা হিসেবে দুর্গতদের মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি, স্যালাইন দিয়াশলাই ও ১০ কেজি করে চাল দেয়া হয়।
সমকাল সুহৃদ সমাবেশ সদস্যদের পক্ষ থেকে ত্রান সহায়তা পাওয়া চর ইয়ুথনেটের হাসিনা বেগম বলেন, ‘গতকাল থাকি বাড়িত পানি টান ধরছে। ৪ দুন আগত সরকারের চাউল পাইছিলুং। আজ তোমার শুকনা খাবার ও চাউল পায়া খুব উপকার হইল।’
চর খেয়ার আলগার বাসিন্দা আফরোজা বেগম বলেন, তার পরিবারের সদস্যরা পানিবন্দী হয়ে আছে। শুকনা খাবার তাদের খুব প্রয়োজন ছিলো।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, বানভাসিদের কষ্ট লাঘবের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ত্রাণ সামগ্রীগুলো বিতরণের কাজ চলমান। পাশাপাশি জরুরী মুহূর্তে যেখানেই প্রয়োজন সেখানে আমরা ত্রাণ দিচ্ছি। এ কাজে সমকাল আমাদের সহযোগিতা করছে আমরা খুশি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, ইউপি সদস্য রায়হান মন্ডল,সুহৃদ সদস্য শিশির,রিফাত হোসেন, তন্নী,রাকিব, লাবিব প্রমুখ।
- বিষয় :
- সমকাল সুহৃদ সমাবেশ
- ত্রাণ বিতরণ
- কুড়িগ্রাম
- বন্যা