ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শার্শায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

শার্শায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৯:৩৩

যশোরের শার্শায় বিদ্যুৎস্পর্শে হাবিবুর রহমান হাবিব নামে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিব (৩০) ওই গ্রামের জিহাদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব কয়েক মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি বাড়ির পাশে মাঠে স্থাপিত সেচ পাম্প দিয়ে মাছের ঘেরে পানি দিতে যান। এসময় পাম্পের পাইপের মুখে তার বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনা তাঁর স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা হাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

আরও পড়ুন

×