‘টিকটকার’ স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ২০:৪১ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ২১:৩২
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক ‘টিকটকার’ এর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রী শিখা খানের (২৯) বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ শিখাকে (২৯) গ্রেপ্তার করেছে। তিনিও ‘টিকটকার’ হিসেবে পরিচিত।
আহত শাকিল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদারীপুরের নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে। গ্রেপ্তার হওয়া শিখা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২ বছর আগে মাদারীপুরের নয়াকান্দী কাঠের পুল এলাকার ‘টিকটকার’ শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে শিখা খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। শিখার আগে আরও ২ বার বিয়ে হয়। এ ছাড়াও শাকিল পরকীয়া করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শিখা স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিখা খানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- পুরুষাঙ্গ কাটা
- গ্রেপ্তার