বাঘায় বাবুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে যুবলীগের মিছিল

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল.হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে যুবলীগের মিছিল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ২০:৪১
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঘা উপজেলা যুবলীগ। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা আ. লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিহত বাবুলের ছেলে আশিক জাবেদ, আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা প্রমুখ। বক্তারা সরকারের কাছে বাবুল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
গত ২২ জুন বাঘা উপজেলা আ’লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আশরাফুল ইসলাম বাবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন মারা যান বাবুল। ওই সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত ) ও মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান বলেন, বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী ও ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়র আক্কাছকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁর বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হবে।