পাবনায় বাবার পাশে চিরনিদ্রায় শায়িত কবি মাকিদ হায়দার

কবি মাকিদ হায়দার
পাবনা অফিস
প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২০:৪১
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দারকে বৃহস্পতিবার সকালে পাবনা সদর গোরস্তানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। এ সময় কবিকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন পাবনার কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দাফনের আগে সকাল ৮টায় পাবনা সদর গোরস্তানে মাকিদ হায়দারের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে রাজধানীর উত্তরার নিজ বাসায় মারা যান বরেণ্য এই কবি। বাসায় বাদ জোহর প্রথম জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। সেখানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কবির মরদেহ পাবনায় তাঁর গ্রামের বাড়ি দোহারপাড়ায় পৌঁছায় ওইদিন রাত সাড়ে ১১টায়।
- বিষয় :
- পাবনা
- কবি
- দাফন সম্পন্ন