ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু

পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু

প্রতীকী ছবি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১৮:৫৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার নামে দু’জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শাশুড়ি ও বউ।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে। রেজিয়া আক্তার জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী এবং পিপাসা আক্তার রেজিয়া আক্তারের ছেলে হক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দু’জনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যান। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে। ধর্মপাশা থানার ওসি শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×