ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রিকশাচালককে ছুরিকাঘাত, প্রতিবাদে বিক্ষোভ

রিকশাচালককে ছুরিকাঘাত, প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ার শেরপুরে রিকশাচালককে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করছেন স্থানীয়রা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১৯:১৭

বগুড়ার শেরপুরে এক যুবককে মোটরসাইকেল সরাতে বলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে আলাল হোসেন (২২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলাল হোসেন পৌর শহরের উত্তর সাহাপাড়ার আফজাল হোসেনের ছেলে। প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালানোর সময় বার্মিজ চাকুসহ আদনান হাবিব ওরফে অনিককে (২৬) আটক করে বিক্ষুব্ধ জনতা। তিনি শহরের শান্তিনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে। পরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয় তাঁকে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অনিকের শাস্তির দাবিতে রেজিস্ট্রি অফিস বাজার ও শেরপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। প্রায় দু’ঘণ্টা কর্মসূচি পালনের পর উপজেলা ও পুলিশ প্রশাসন তাঁকে শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

জানা গেছে, অনিক শহরের রেজিস্ট্রি অফিস বাজার সড়কের ওপর মোটরসাইকেল রেখে বাজার করছিলেন। এতে যানজটের সৃষ্টি হয়। এ সময় রিকশায় যাত্রী নিয়ে আটকে থাকা আলাল হোসেন মোটরসাইকেলটি সরানোর জন্য অনুরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এরই মধ্যে অনিকের কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে আলালের পেটে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে। 

প্রত্যক্ষদর্শী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, বাজারের মধ্যে সবার সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ইউএনও সুমন জিহাদী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও ওসি রেজাউল করিম রেজার আশ্বাসে তারা শান্ত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল করিম রেজা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিক্ষুব্ধ জনতার হাতে চাকুসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×