ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাকচাপায় ফুফু-ভাতিজাসহ প্রাণ গেল ৩ জনের 

সারাদেশে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত

ট্রাকচাপায় ফুফু-ভাতিজাসহ প্রাণ গেল ৩ জনের 

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ০১:২১

চট্টগ্রামের পটিয়ায় লবণ বোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ফুফু-ভাতিজাসহ ৩ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটিয়া-বোয়ালখালী সংযোগ সড়কের চরকানাই মিলিটারি পুল হক্কানি পেপার মিলের সামনে এই দুর্ঘটনা হয়। ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাকচালক। অদক্ষ ট্রাক চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়া শুক্রবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন।

পটিয়ায় নিহতরা হলেন- পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার (৩০), তাঁর ভাতিজা গিয়াস উদ্দিনের ছেলে ফাহিম (৫) ও বোয়ালখালীর আহলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত শিশু ফাহিমের মা ফাতেমা আক্তার (৩২) ও পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের শীলপাড়া গ্রামের কানু দে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বড়তাকিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও পাঁচজন। নিহত কামরুল উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সমিতি বাজার কাজীর তালুক গ্রামের বাসিন্দা ও মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক।

স্থানীয়রা জানান, বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশের চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সামনে থাকা একটি মালবাহী কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের বাইরে ছিটকে পড়ে। এ সময় সড়কের পাশ ধরে হাঁটছিলেন কামরুল আলম। তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। 

কুষ্টিয়ার মিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হুসাইন (৩৮) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হন। শুক্রবার দুপুরে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী রুবেল কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার আব্দুল মান্নান ছেলে। তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারের ইজারাদারের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নেওয়াজ শেখ (১৯) নামের এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ইছাপুরা-মালখানগর সড়কের মুস্তফাগঞ্জ মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেওয়াজ উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আলমগীর শেখের ছেলে।

এদিকে গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীর সঙ্গে থাকা এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন রোড এলাকায় ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা হয়। রাত পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতা] 

আরও পড়ুন

×