দুর্নীতিবাজকে কেবল ঘৃণা নয়, বয়কটও করতে হবে: মেনন

ছবি: সমকাল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ২০:৪২
রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতিকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ব্যক্তির অধঃপতন নয়, এর সঙ্গে রাষ্ট্র ও সমাজের উন্নয়ন-অগ্রগতি ও প্রগতির প্রশ্ন জড়িত। কেবল দুর্নীতি দূর করতে পারলেই দেশের প্রবৃদ্ধি আড়াই থেকে তিন শতাংশ বাড়তো। তাই দুর্নীতিবাজকে কেবল ঘৃণা করলেই চলবে না, তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কটও করতে হবে।
শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সদ্যপ্রয়াত শহীদুল্লাহ শহীদের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান মেনন।
স্মরণসভা শেষে মেনন পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ ও স্থানীয়দের মধ্যে ফলের গাছ বিতরণ করেন। ঠাকুরগাঁও জেলা ওয়ার্কাস পার্টি সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, কামরূল আহসান, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক আবু সায়েম, জাসদের পীরগঞ্জ উপজেলা আহ্বায়ক সলেমান আলী, ন্যাপ নেতা মোশারফ হোসেন রকেট, পীরগঞ্জের পৌর মেয়র ইকরামুল হক, পৌর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুজ্জামান, আবু জাহিদ জুয়েল, ইমরান চৌধুরী, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, তৈমুর হুসেন প্রমুখ।
- বিষয় :
- দুর্নীতি
- দুর্নীতিবাজ
- মেনন