‘ছুরি দিয়ে খুঁচিয়ে’ শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ চিকিৎসক আটক

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ০০:২০
ঢাকার সাভারে চুরির অপবাদে শিশু গৃহকর্মীকে (১১) ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার সাভার পৌরসভার রাজাশন এলাকার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক কাজী মো. ইসমাইল হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন পরশমণি।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভুক্তভোগী বলে, আমি প্রায় এক বছর ধরে তাদের বাসায় কাজ করছিলাম। প্রথম কয়েকদিন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে তারা। কিন্তু কিছুদিন পর থেকে মারধর করতে থাকে। সর্বশেষ আমাকে চুরির দোষ দিয়ে ছোট ছুরি দিয়ে সারা শরীরে খুঁচিয়েছে। এ ছাড়া ব্যাট দিয়ে পায়ে ও মাথায় মেরেছে তারা।
শিশুটির মা বলেন, লেখাপড়া করাবেন ও ভালোভাবে মানুষ করবেন বলে আমার মেয়েকে এক বছর আগে বাসায় কাজ করাতে নিয়ে যান ইসমাইল ও তাঁর স্ত্রী। তারা আমার মেয়েকে বরগুনা ও সাভারের বাসায় রাখতেন। গত বৃহস্পতিবার সকালে আমাকে চিকিৎসকের স্ত্রী তাঁর বাসায় ডেকে নিয়ে জানান, আমার মেয়ে চেইন ও টাকা চুরি করেছে। আর রাখবেন না বলে তাকে আমার কাছে দিয়ে দেন। মেয়েকে বাসায় রেখে আমি কাজে যাই। কাজ থেকে ফিরলে সে নির্যাতনের কথা জানায়। পরে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে হাসপাতালে ভর্তি করি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল বলেন, শিশুটির শরীরে নতুন ও পুরোনো ভোঁতা এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফি জানান, প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের সত্যতা মিলেছে। ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে চিকিৎসক ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
- বিষয় :
- সাভার
- শিশুকে নির্যাতন
- চিকিৎসক
- আটক