বড় মেয়েকে রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ল ছোট মেয়েসহ মা

প্রতীকী ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ০৫:০৯
নরসিংদী রেলস্টেশনে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। অন্য মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা সাবিনা আক্তার (৩০) ও তাঁর মেয়ে মাইমুনা (২)। অন্য মেয়ে সিনহাকে (৫) ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে নরসিংদী রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় সাবিনার মেয়ে সিনহা মায়ের আগেই দৌড়ে রেললাইনে উঠে যায়। ছোট মেয়ে মাইমুনাকে সঙ্গে নিয়ে তাকে রক্ষা করতে গেলে তারা সবাই ট্রেনে কাটা পড়েন।
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লাহ জানান, সুবর্ণা এক্সপ্রেস নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এক শিশু ট্রেনের দিকে ছুটে যায়। তাকে বাঁচাতে গিয়ে মা ও এক শিশুসন্তান দুর্ঘটনা শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উল্লেখ্য, ৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের রায়পুরা উপজেলার খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন।