গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মেয়ে আহত

নিহত ফেরদৌসী খাতুন। ছবি: সংগৃহীত
যশোর অফিস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৮:৫৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ১৮:৫৫
যশোরের ঝিকরগাছায় গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন (৫০) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসী উপজেলার নওয়ালী গ্রামের প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। রোববার রাত আড়াইটার দিকে ওই নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের কন্যা জান্নাতি খাতুনও (১২) ছুরিকাঘাতে আহত হয়।
প্রতিবেশীরা জানান, দুর্বৃত্তরা চুরির উদ্দেশে ওই বাড়িতে ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফেরদৌসী খাতুন তাদের উপস্থিতি টের পেয়ে যাওয়ায় তাকে ছুরিকাঘাত করেছে তারা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত অবস্থায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসীর বাম কান, ডান হাতের আঙ্গুল ও বুকের বাঁ দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর আহত জান্নাতি খাতুন পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে জানালে স্থানীয় লোকজন নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা, তা আমরা নিশ্চিত নই। তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- প্রবাসীর স্ত্রীকে হত্যা
- যশোর
- চুরি