ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৯:৫৯

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বুধপাড়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, রোববার বিকেল সোয়া ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বুধপাড়া ফ্লাইওভার এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এখনও নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 

আরও পড়ুন

×